বাংলাদেশ-ওমান নতুন চুক্তি, অংশীদারিত্ব বাড়াতে আগ্রহী ২ দেশ
২৪ মার্চ ২০২২ ২০:৩১ | আপডেট: ২৪ মার্চ ২০২২ ২০:৩৭
ঢাকা: কূটনীতিক এবং সরকারি পাসপোর্টধারীদের ভিসা মওকুফ করে নতুন একটি চুক্তিতে সই করেছে বাংলাদেশ ও ওমান। এছাড়াও খাদ্য নিরাপত্তা, জ্বালানি এবং মৎস্য সম্পদ নিয়ে বাংলাদেশের সঙ্গে গভীরভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
বৃহস্পতিবার (২৪ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও ওমানের মধ্যে দ্বিতীয় ফরেন অফিস কনসালটেন্ট (এফওসি) বৈঠক শেষে এই চুক্তি সই করা হয়।
পররাষ্ট্রসচিব মসুদ বিন মোমেনের উপস্থিতিতে নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব তরুণ ক্রান্তি শিকদার এবং ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শেখ খলিফা আল হার্থি।
চুক্তি সইয়ের পর শেখ খলিফা আল হার্থি বলেন, ‘শ্রমভিত্তিক সম্পর্কের বাইরে গিয়ে আমরা কাজ করতে চাই। খাদ্য নিরাপত্তা, জ্বালানি এবং মৎস্য সম্পদে ওমানের আগ্রহ আছে।’
তিনি জানান, খাদ্য নিরাপত্তায় তার দেশ বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায়। সবজি ও ফল আমদানিতে ওমানের সহযোগিতা থাকবে। হার্থি বলেন, ‘জ্বালানি, মৎস্যসহ আরও কয়েকটি খাতে বাংলাদেশে বড় বিনিয়োগ করতে আগ্রহী ওমান।’
ওমান জানায়, শ্রমভিত্তিক সহযোগিতার ক্ষেত্রে আগামী বছরগুলোতে ওমান বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে। শেখ খলিফা আল হার্থি আরও বলেন, ‘দু’বছরের মধ্যে এটি আমাদের কমিটির দ্বিতীয় বৈঠক। দু-দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এটি স্মরণীয় বিষয়।’
হার্থি বলেন, ‘ওমানের ইনভেস্টমেন্ট অথরিটি বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে আগ্রহ রয়েছে। বিনিয়োগ নিয়ে আলোচনা করতে ওমানের হেড অফ চেম্বার অব কর্মাস ডেলিগেশান বাংলাদেশে আসবে। আমরা বাংলাদেশের সাথে অংশীদারিত্ব বাড়ানোর ব্যাপারে আশাবাদী।’
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘খুব ফলপ্রসু আলোচনা হয়েছে। আমরা দু-দেশের মধ্যে বেশি সুযোগ কাজে লাগানোর বিষয়ে আলোচনা করেছি।’ তিনি বলেন, ‘ওমানের সঙ্গে বন্ধুত্বে আমরা অনেক সুযোগ দেখতে পাচ্ছি। বেসরকারি ও ব্যবসা খাতে সম্ভবনা রয়েছে দুই দেশের। আমরা এই বৈঠকে দক্ষ শ্রমিক রফতানির বিষয়েও আলোচনা করেছি।’
মাসুদ বিন মোমেন বলেন, ‘বাংলাদেশের ভিশন-২০৪১ এবং ওমানের ভিশন-২০৪০ অনেক কাছাকাছি পরিকল্পনা রয়েছে। এজন্য আমাদের উভয়পক্ষের জন্য নিজেদের স্বার্থে কাজ করা অনেক সহজ।’
উল্লেখ্য, তিন দিনের সফরে বৃহস্পতিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শেখ খলিফা আল হার্থি। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন তাকে বিমানবন্দরে স্বাগত জানান।
সারাবাংলা/টিএস/পিটিএম