Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাভেল ব্যাগে ১০ কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২২ ১৯:১১ | আপডেট: ২৪ মার্চ ২০২২ ১৯:৪৮

বগুড়া: বগুড়ার আদমদীঘির সান্তাহারে একটি ট্রাভেল ব্যাগ থেকে ৮ কেজি ৬০০ গ্রাম ওজনের জোড়া লাগানো ১০টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। এগুলোর দাম আনুমানিক ১০ কোটি টাকা।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুর দেড়টায় উপজেলার সান্তাহার স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মের ওয়াক্তিয়া মসজিদের পাশে ট্রাভেল ব্যাগ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে গোপন খবরের ভিত্তিতে সান্তাহার জংশন স্টেশনে অভিযান চালিয়ে মালিকবিহীন একটি এপেক্স লেখা ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি তল্লাশি করে ৮ কেজি ৬০০ গ্রাম ওজনের ১০টি কষ্টিপাথরের মূর্তি পাওয়া যায়।

সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, কষ্টিপাথরগুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা। মূর্তি উদ্ধারের পর জব্দ তালিকায় দেখানো হয়েছে। তবে মূর্তির বাহক বা ব্যবসায়ীকে চিহ্নিত করা যায়নি।

সারাবাংলা/টিআর

কষ্টিপাথর কষ্টিপাথরের মূর্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর