তিতুমীর কলেজে উন্মুক্ত মঞ্চ তৈরির ঘোষণা সংস্কৃতি প্রতিমন্ত্রীর
২৪ মার্চ ২০২২ ১৬:২৩ | আপডেট: ২৪ মার্চ ২০২২ ২০:৪৬
রাজধানীর তিতুমীর সরকারি কলেজে সংস্কৃতি চর্চাকে বেগবান করতে একটি উন্মুক্ত মঞ্চ তৈরির ঘোষণা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
তিনি বলেন, তিতুমীর কলেজ একটি চমৎকার কলেজ। কলেজেটি শিক্ষা ছাড়াও সংস্কৃতি চর্চার দিক থেকে বেশ এগিয়ে আছে। এখানকার শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে আমি কলেজটিতে একটি উন্মুক্ত মঞ্চ করে দেবো।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে সরকারি তিতুমীর কলেজে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক তালাত সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন ও শিক্ষক পরিষদের সম্পাদক এস এম আসাদুজ্জামান। এছাড়া রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক আব্দুল মান্নানসহ তিতুমীর কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, বঙ্গবন্ধু খেলাধুলা ভালোবাসতেন। তিতুমীর কলেজের এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার সুন্দর আয়োজনে আমি অত্যন্ত খুশি। এবারই প্রথম আমি এই কলেজে এলাম। কলেজটি এত সুন্দর, আমার জানা ছিল না।
তিনি বলেন, তিতুমীর কলেজ ১৭টি সংগঠন রয়েছে বলে জানতে পেরেছি। কলেজটি ছোট হলেও শিক্ষা ও সংস্কৃতির দিক থেকে অনেক এগিয়ে আছে। কলেজটিতে শিক্ষার্থীদের জন্য আমি একটি মুক্ত মঞ্চ করে দেবো বলে কথা দিচ্ছি।
এ সময় তিতুমীর কলেজের অধ্যক্ষ তালাত সুলতানা বলেন, করোনার কারণে দীর্ঘ সময় কলেজ বন্ধ ছিল। যার ফলে বড় কোনো অনুষ্ঠান কলেজে হয়নি। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মধ্যে দিয়ে আবারও ক্যাম্পাসে উৎসব ফিরে এসেছে।
কলেজের উপাধ্যক্ষ মহিউদ্দিন বলেন, করোনার কারণে দীর্ঘ দিন বন্ধ ছিল ক্লাস। শিক্ষক-শিক্ষার্থী সবার মনে একটা খাপছাড়া ভাব ছিল। আর ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে সবার মনেই আনন্দের খোরাক জুগিয়েছে। সব মিলিয়ে ভালো লাগছে এ আয়োজন।
সারাবাংলা/এনএসএম/টিআর
কে এম খালিদ তিতুমীর কলেজ তিতুমীর সরকারি কলেজ সংস্কৃতি প্রতিমন্ত্রী