কিশোরীকে দলবেঁধে ধর্ষণের মামলায় ২ জনের যাবজ্জীবন
২৪ মার্চ ২০২২ ১৭:০৮ | আপডেট: ২৪ মার্চ ২০২২ ২০:৩৬
খাগড়াছড়ি: এক কিশোরীকে গণধর্ষণের মামলায় দুই জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। এই অর্থ ভিকটিমের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাং আবু তাহের এই রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বিধান কানুনগো জানান, ২০১৬ সালে কাঁঠালবাগান এলাকার রেজাউল হাওলাদার (৩৭) ও একই এলাকার মো. সাবু মিয়া (৩৫) এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণ করে। ঘটনার কয়েকদিন দিন পর ভিকটিম অপমান সইতে না পেরে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে। পরে ভিকটিম চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মামলায় ২০১৮ সালে চার্জ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষ মামলায় ৫ জন সাক্ষী দিয়ে মামলাটি প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত দুই জনকে যাবজ্জীবন কারাদন্ডের এবং প্রত্যেক আসামিকে ১০ লক্ষ টাকা অর্থদণ্ডের রায় দেন। জরিমানা করা অর্থ ভিকটিমের পরিবারকে দেয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আসামিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
মামলার আসামিপক্ষের আইনজীবী ফিরোজুল আলম চৌধুরী বলেন, ‘আসামিরা ন্যায়বিচার পায়নি। তারা উচ্চ আদালতে আপিল করবেন।’
সারাবাংলা/এমও