Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমুদ্র সৈকতে ভেসে এলো মানুষের কঙ্কাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২২ ১৬:৪৭

কক্সবাজার: সমুদ্র সৈকতে ঢেউয়ের সঙ্গে ভেসে এসেছে মানুষের কঙ্কাল। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ১১টার দিকে দরিয়া নগর পয়েন্ট কঙ্কালটি ভেসে আসে।

স্থানীয়রা জানায়, সকালে জেলেরা সৈকতে মাছ শিকারে গেলে আবর্জনার সঙ্গে পরিত্যক্ত অবস্থায় একটি কঙ্কাল দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেয়।

ঘটনাস্থলে যাওয়া কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) নাছির উদ্দীন মজুমদার জানান, স্থানীয় কয়েকজন জেলে সকালে মাছ শিকার করতে গেলে অবর্জনার সঙ্গে একটি কঙ্কাল দেখতে পেয়ে খবর দেন। ধারণা করা হচ্ছে এটি কোনো যুবকের কঙ্কাল।

তবে এই কঙ্কাল কোথা থেকে এসেছে, কিভাবে তার মৃত্যু হয়েছিল তা এখনও জানা যায়নি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সারাবাংলা/এমও

কক্সবাজার কঙ্কাল মানুষের কঙ্কাল সমুদ্র সৈকত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর