বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার অনুরোধ জ্বালানি প্রতিমন্ত্রীর
২৪ মার্চ ২০২২ ১৫:২২ | আপডেট: ২৪ মার্চ ২০২২ ১৫:২৬
ঢাকা: একদিকে শুরু হয়েছে গরমের মৌসুম, অন্যদিকে রমজান মাসও আসন্ন। এসব কারণে স্বাভাবিকের চেয়ে কয়েক হাজার মেগাওয়াট বেড়ে যাবে বিদ্যুতের চাহিদা। অন্যদিকে বিশ্ববাজারে তেল, গ্যাসের দাম বাড়তি। সব মিলিয়ে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে বিদ্যুৎ বিভাগকে। এই প্রেক্ষাপটে সকল পর্যায়ের গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ অনুরোধ জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, শতভাগ বিদ্যুতায়নে পৌঁছেছে দেশ। আমাদের এখন বড় চ্যালেঞ্জ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ বিতরণ।
তিনি বলেন, সারাবিশ্বে তেলের দামের ঊর্ধ্বগতি, এলএনজির দাম বাড়ছে। জিনিসপত্রের দাম যে বেড়েছে তা মাথায় নিয়ে সামনে এগিয়ে যাওয়া আমাদের জন্য দুরহ চিন্তার বিষয়। আশা করছি আমরা সামলাতে পারব, এখনো আমরা বড় ধরনের কোনো সিদ্ধান্ত নেইনি। আমি মনে করি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে গিয়ে এখন যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো ক্ষেত্র তৈরি করবে। বিশেষ করে পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র। আবার রামপাল, মাতারবাড়ি যে বিদ্যুৎকেন্দ্রগুলো রয়েছে সেগুলো নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কেন্দ্র।
প্রতিমন্ত্রী বলেন, ২৭০ ডলারের তেল ৭০০ ডলার। ৩০০ ডলারের এলএনজির ১২০০ ডলার কার্গো। এগুলো বড় বিষয় যে কিভাবে এগুলো সমন্বয় করব। এই পরিস্থিতিতে সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করা উচিত। সব কিছুর দাম বাড়তি থাকায় এই পরিস্থিতিতে আমরা সবাইকে সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করতে হবে। আগামীতে রোজা আসছে, পুরোপুরি গরম চলে আসবে। তারাবির সময় দেখা যাবে মসজিদের এসিগুলোতে যে বিদ্যুৎ ব্যবহার হবে তাতে ১৫০০ মেগাওয়াট লোড অতিরিক্ত নিতে হবে। অনুরোধ করবো সবাইকে, আশা করি সাশ্রয়ীভাবে সবাই বিদ্যুৎ ব্যবহার করবেন। তাতে তাদের বিলও সাশ্রয় হবে।
উদাহরণ হিসেবে প্রতিমন্ত্রী বলেন, শ্রীলংকায় দশ ঘণ্টা লোডশেডিং শুরু হয়েছে, ভারতে বিদ্যুতের দাম তিনগুণ বাড়িয়েছে। তেলের দাম পাঁচ গুণ বাড়িয়ে দিয়েছে। আমরা এখনও ঠিক আছি।
এর আগে বিদ্যুৎ বিভাগ স্বাধীনতা পদকে নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তিনি বলেন, এই অর্জন বিদ্যুৎ বিভাগের সকল কর্মকর্তা, কর্মী এবং গ্রাহকদের। ঘরে ঘরে বিদ্যুৎ বিতরণে যেমন সকল গ্রাহক সহযোগিতা করেছেন, এই সংকট মুহূর্তেও গ্রাহকরা পাশে থাকবেন বলে আশা করি।
সারাবাংলা/জেআর/এসএসএ