Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভর্তুকির ওপর নির্ভর করছে গ্যাসের দাম বৃদ্ধি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২২ ১৫:১৭

ঢাকা: বিশ্ববাজারে টানা এক মাস ধরে জ্বালানির দাম বাড়তি। এদিকে বাজারে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও। এই পরিস্থিতিতে গ্যাসের দাম বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিআইরসি)। বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানির দাম বাড়বে কি না বা কতটুকু বাড়বে তা পুরোটাই নির্ভর করছে ভর্তুকির ওপর। আমরা প্রয়োজনীয় ভর্তুকির জন্য প্রস্তাব করেছি। এখন সরকারের বিবেচনার বিষয় এ খাতে কতটুকু বিনিয়োগ করবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ মার্চ) সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

বিশ্ববাজারে তেল, গ্যাসের দাম ঊর্ধ্বগতি উল্লেখ করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘সারাবিশ্বে তেলের দামের ঊর্ধ্বগতির কারণে এলএনজির দাম বাড়ছে। জিনিসপত্রের দাম যে বেড়েছে তা মাথায় নিয়ে সামনে এগিয়ে যাওয়া আমাদের জন্য চিন্তার বিষয়। আশা করছি আমরা এই পরিস্থিতি সামলাতে পারব।’

তিনি বলেন, ‘২৭০ ডলারের তেল ৭০০ ডলারে পৌঁছেছে। যে এলএনজির কার্গো ৩০০ ডলার ছিল তা এখন ১২০০ ডলার। এগুলো সমন্বয় করা কঠিন।’ জ্বালানির দাম বাড়বে কি না?- এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘তা বিইআরসি ঠিক করবে। তবে আমরা সহনীয় পর্যায়ে রাখতে চাই।’

নসরুল হামিদ বলেন, ‘এ খাতে সরকার কতটুকু বিনিয়োগ করবে সেটা তাদের বিষয়। আমরা চাই স্থিতিশীল রাখার জন্য। আমরা প্রয়োজন অনুযায়ী প্রস্তাব করেছি। এখন সরকার যদি পুরোপুরি মেনে নেয় তাহলে তো কথা নেই। যদি অর্ধেক মেনে নেয় তাহলে প্রশ্ন আসবে। এখন দেখার বিষয়, সরকার কতটুকু পারবে। সেটার ওপর অনেক কিছু নির্ভর করবে। আমরা প্রস্তুত রয়েছি।’

উল্লেখ্য, বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাবে চলমান গণশুনানিতে প্রতি ঘনমিটার ৩ টাকা ১১ পয়সা বাড়ানোর পক্ষে সুপারিশ করেছে বিইআরসি গঠিত কারিগরি মূল্যায়ন কমিটি।

সারাবাংলা/জেআর/পিটিএম

গ্যাসের দাম টপ নিউজ ভতুর্কি