ফতুল্লায় অগ্নিকাণ্ডে ১০টি ঝুটের গুদামসহ স মিল পুড়ে ছাই
২৪ মার্চ ২০২২ ১০:৪৩ | আপডেট: ২৪ মার্চ ২০২২ ১৭:০২
নারায়ণগঞ্জ: জেলার ফতুল্লায় একটি ঝুটের গুদামের আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে দশটি ঝুটের গুদাম ও একটি স মিলসহ দুইটি ভবনের তৃতীয় তলা পর্যন্ত পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৪ মার্চ) ভোরে সদর উপজেলার ফতুল্লা থানার দক্ষিণ সস্তাপুর এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানান, ভোর পাঁচটায় একটি ঝুটের গুদামে আগুন লাগলে মুহূর্তের মধ্যে আরও নয়টি ঝুটের গুদাম ও একটি স মিলে আগুন ধরে যায়। এক পর্যায়ে গুদামগুলোর পেছনে অবস্থিত একটি ছয় তলা ও একটি চার তলা ভবনে আগুন ছড়িয়ে পড়ে। ভবন দু’টির তৃতীয় ও চতুর্থ তলা পর্যন্ত আগুন লেগে যায়। একইসঙ্গে আরও ৫/৬টি টিনের ঘরও আগুনে পুড়ে যায়।
আরও জানা গেছে, আগুনের লেলিহান শিখা পাঁচ থেকে ছয় তলা পর্যন্ত উপরে উঠে যায়। এ সময় ভবন বাসিন্দারাসহ আশপাশের ঘরের লোকজন বের হয়ে নিরাপদে সরে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি স্টেশন থেকে চারটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত করা হবে।