২ কোটি টাকা ভুয়া পে-অর্ডার জালিয়াতির মামলায় গ্রেফতার ২
২৩ মার্চ ২০২২ ২২:১০ | আপডেট: ২৪ মার্চ ২০২২ ০০:০৭
ভৈরব (কিশোরগঞ্জ): ভৈরবে প্রতারণা করে ব্যাংক থেকে দুই কোটি টাকা মূল্যের ভুয়া পে-অর্ডারের মাধ্যমে জালিয়াতি করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করা দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় আল-আরাফাহ ইসলামি ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার মো. আল মনসুর বাদী হয়ে প্রতারণার অভিযোগে তিন জনকে আসামি করে ভৈরব থানায় মামলা দায়ের করেছিলেন।
মামলায় অভিযুক্তরা হলেন— ঠিকাদারি প্রতিষ্ঠান বার্ক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু মাসুম মোহাম্মদ মুতাসিন বিল্লাহ, শামিম আহমেদ ও মাসুদ রানা। তিন জনের মধ্যে শামিম ও মাসুদ গ্রেফতার হলেও মুতাসিন বিল্লাহ পলাতক রয়েছেন।
গ্রেফতার শামিমের বাড়ি পৌর শহরের চন্ডিবের গ্রামে। আর মাসুদ ভৈরব আবাসিক বিদ্যুত অফিসের মিটার রিডার। তাদের বুধবার (২৩ মার্চ) সকালে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ২৭ ফেব্রুয়ারি জেআই ইমপ্লেক্স লিমিটেডের সঙ্গে দুই কোটি টাকা মূল্যের সিমেন্ট কেনার চুক্তি করে বার্ক ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন। প্রতিষ্ঠানটি সিমেন্টের মূল্য পরিশোধে জেআই ইমপ্লেক্স লিমিটেডকে দুই কোটি ৫ লাখ ৫৪ হাজার টাকার পে-অর্ডার দেয়। পে-অর্ডারে টাকা তোলার তারিখ দেওয়া হয় ২১ মার্চ। পে-অর্ডার দেওয়ার পর জেআই ইমপ্লেক্স লিমিটেডের কার্যালয়ে গিয়ে গ্রেফতার দু’জন মঙ্গলবার (২১ মার্চ) সিমেন্ট দেওয়ার অনুরোধ করেন।
বিষয়টি সন্দেহ হলে জেআই ইমপ্লেক্স কর্তৃপক্ষ ভৈরব আল-আরাফাহ ইসলামি ব্যাংকে লোক পাঠিয়ে জানতে পারে, পে-অর্ডারগুলো ভুয়া। পরে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ব্যাংক থেকে দু’জনকে গ্রেফতার করে পুলিশ।
আল-আরাফাহ ইসলামি ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. আনিসুল ইসলাম মাহমুদ বলেন, এ ঘটনায় আমাদের পক্ষ থেকে জালিয়াতি ও প্রতারণার অভিযোগ এনে ভৈরব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি এখন থানা পুলিশ দেখবে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, পে-অর্ডার জালিয়াতি করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় দুই জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। আরেক আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
সারাবাংলা/টিআর