Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২২ ২১:৪০ | আপডেট: ২৩ মার্চ ২০২২ ২৩:৪৬

দিনাজপুর: দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর বিএসএফের মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভারতের ১৫ সদস্যের বিএসএফ প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন।

বুধবার (২৩ মার্চ) সকাল ১১টায় বিজিবির আমন্ত্রণে বিএসএফের প্রতিনিধি দলটি হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় এসে পৌঁছায়। এসময় বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন খন্দকার বিএসএফের রায়গঞ্জ সেক্টর কমান্ডার শ্রী বাস্তবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বিএসএফ সদস্যরা সীমান্ত পেরিয়ে বিজিবির হিলি আইসিপি ক্যাম্পে আসেন। সেখানেই দুই বাহিনীর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠকে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ভারতের রায়গঞ্জ সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজ শ্রী বাস্তবের নেতৃত্বে পতিরাম-৬১ বিএসএফের কমান্ডিং অফিসার ভালেন্দু ত্রিভেদুসহ ১৫ সদস্যের বিএসএফ প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

অন্যদিকে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন খন্দকারের নেতৃত্বে বিজিবি দিনাজপুর-৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম, জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম, ফুলবাড়ি-২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ শরিফুল্লাহ আবেদসহ ১৫ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন বলেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরাজমান রয়েছে, যা আমরা রক্ষা করে চলি। দুই বাহিনীর মধ্যে বিরাজমান এ সম্পর্ক আরও উন্নয়নের জন্য এ ধরনের বৈঠকের আয়োজন। এছাড়াও বৈঠকে সীমান্ত দিয়ে চোরাচালান, নারী-শিশু, মাদক পাচারসহ সীমান্তের নানা ধরনের অপরাধ দমনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

বিএসএফ বিজিবি বিজিবি-বিএসএফ বৈঠক

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর