সাংবাদিক সালাহ উদ্দিনের বাবা জামাল উদ্দিন মারা গেছেন
সারাবাংলা ডেস্ক
২৩ মার্চ ২০২২ ২২:৫২
২৩ মার্চ ২০২২ ২২:৫২
ঢাকা: অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমের জ্যেষ্ঠ সহ-সম্পাদক (ফিচার ইনচার্জ) সালাহ উদ্দিন মাহমুদের বাবা মাওলানা জামাল উদ্দিন মোহাম্মদ আবদুল মাজেদ মারা গেছেন।
বুধবার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর খিলক্ষেতে হোমিওপ্যাথি ক্যানসার গবেষণা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর।
জামাল উদ্দিন মোহাম্মদ আবদুল মাজেদ দীর্ঘদিন ধরে ফুসফুসে ক্যানসারসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
তিনি স্ত্রী, ছয় ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
মাদারীপুরের কালকিনি উপজেলার স্নানঘাটা ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন জামাল উদ্দিন মোহাম্মদ আবদুল মাজেদ।
বৃহস্পতিবার (২৪ মার্চ) বাদ জোহর নামাজে জানাজা শেষে তার মরদেহ মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর উড়ারচর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সারাবাংলা/একে