Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি শিক্ষার্থী মাহবুব ‘হত্যার’ বিচার চায় শিক্ষার্থীরা

ঢাবি করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২২ ২২:৪৫ | আপডেট: ২৪ মার্চ ২০২২ ০১:৩০

ঢাকা: ট্রেনের ছাদ থেকে পড়ে ঢাবি শিক্ষার্থী মাহবুবুর রহমান আদরের মৃত্যুর ঘটনাকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ দাবি করে সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। পাশাপাশি তদন্তভার পিবিআই-কে ন্যস্ত করা, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করাসহ চার দফা দাবি জানিয়েছেন তারা।

বুধবার (২৩ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে তারা এ সব দাবি জানান।

বিজ্ঞাপন

এর আগে, গত ১৭ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মাহবুব ইসলাম আদর ট্রেনের ছাদে করে কুষ্টিয়া থেকে ঢাকা ফেরার পথে ‘দুর্ঘটনায়’ প্রাণ হারান। নিহত মাহবুব বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসিন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

মৃত্যুর আগে মাহবুব তার ফেসবুক অ্যাকাউন্টে ট্রেনের ছাদ থেকে তোলা দুটি ছবি কোলাজ করে স্টোরিতে শেয়ার করেন। এতে তিনি লেখেন—‘কঠিন তবুও আনন্দঘন মাঝপথে জুটেছিল অপরিচিত সঙ্গী।’

এদিকে অনুষ্ঠিত মানববন্ধনে মাহবুবের মৃত্যুকে রহস্যজনক ও পরিকল্পিত উল্লেখ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা

মানববন্ধনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আশিক অমি বলেন, ‘মাহবুবের হত্যার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না তা খতিয়ে দেখতে হবে। হত্যাকাণ্ড ঘটেছে প্রায় এক সপ্তাহ আগে কিন্তু এখনও ময়নাতদন্তের রিপোর্ট আসেনি। পাশাপাশি মাহবুবের আপলোড করা ছবিতে তার সঙ্গে একজনকে স্পষ্ট করে দেখা গেলেও তাকে এখনো কেন ধরা যাচ্ছে না এটি রহস্যজনক। এ বিষয়ে প্রশাসনের এমন নিশ্চুপ অবস্থান লজ্জাজনক। আমরা এই হত্যাকাণ্ডের বিচার দাবি করি।’

বিজ্ঞাপন

এ সময় শিক্ষার্থীরা মাহবুব হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিতকরণে চার দফা লিখিত দাবি উত্থাপন করেন। তাদের দাবিগুলো হলো:

১. তদন্তের দায়িত্বভার পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) এর হাতে তুলে দিতে হবে।

২. আগামী ২৪ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন ব্যক্তিটিকে গ্রেপ্তার করতে হবে।

৩. বিচার ট্রাইবুনালের মাধ্যমে খুনীর দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

৪. সুষ্ঠু তদন্ত নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

সারাবাংলা/আরআইআর/একে

টপ নিউজ ট্রেন থেকে পড়ে মৃত্যু ঢাবি ছাত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর