Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্র বলাৎকারের মামলায় শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২২ ২২:৩৬

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে মাদরাসার ছাত্রকে (১০) বলাৎকারের অভিযোগে শিক্ষক হাফেজ মো. নোমান মিয়া ওরফে রোমানকে (২২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আদালত ভুক্তভোগী পরিবারকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন।

বুধবার (২৩ মার্চ) দুপুরে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু তাহের এ রায় দেন। সাজাপ্রাপ্ত নোমান দীঘিনালা উপজেলার ছোট মেরুং আল ইকরা হিফজুল কোরআন মাদরাসার শিক্ষক। তিনি উপজেলার ছোট মেরুং এলাকার মো. আলী মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা যায়— ২০১৭ সালে খাগড়াছড়ির দীঘিনালার ছোট মেরুং এলাকার ওই মাদরাসার সাজাপ্রাপ্ত আসামি নোমান মিয়া একই মাদরাসার ছাত্রকে (১০) বলাৎকার করেন। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার একই বছরের ২৩ আগস্ট দীঘিনালা থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহারে ভুক্তভোগীর বাবা অভিযোগ করেন, তার ১০ বছরের ছেলেকে ওই মাদরাসার হেফজ বিভাগে পড়াশোনা করত। রমজান মাসে রাতের বেলা হাফেজ আল নোমানের শয়নকক্ষে নিয়ে ওই ছাত্রকে বলাৎকার করেন।

এরপর ঘটনাটি সে তার নানিকে জানায়। পরে তার নানি মাদরাসার তত্ত্বাবধায়ক হাফেজ মোহাম্মদ শরীফুল ইসলামকে জানালে তিনি বিষয়টি কাউকে না জানানোর জন্য অনুরোধ করেন। সে থেকে শিক্ষক নোমান নানা অজুহাতে তার ছেলের ওপর শারীরিক নির্যাতন বাড়িয়ে দেন। একপর্যায়ে সে অসুস্থ হয়ে পড়ে।

মামলা দায়ের পর ২০১৮ সালের ২২ মে চার্জ গঠন করা হয়। মামলা চলাকালীন মোট ১২ জন সাক্ষ্য প্রদান, যুক্তি তর্ক উপস্থাপন শেষে রায় দেন আদালত।

সারাবাংলা/একে

বলাৎকার মাদরাসার ছাত্র যাবজ্জীবন কারাদণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর