Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে বহিষ্কার ৭১ শিক্ষার্থী

ঢাবি করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২২ ১৯:৩২ | আপডেট: ২৩ মার্চ ২০২২ ২০:০৫

পরীক্ষায় নকল করায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং অধিভুক্ত সাত কলেজের ৭১ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তির সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি। একইসঙ্গে, আবাসিক হলে শিক্ষার্থীকে নির্যাতন করার অপরাধে এক ছাত্রলীগ কর্মীকে হল থেকে আজীবন এবং বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করেছে কমিটি।

বুধবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির এক সভায় সুপারিশগুলো তুলে ধরা হয়। শৃঙ্খলা কমিটি সূত্র জানিয়েছে, সিন্ডিকেটে সুপারিশগুলো পাস হবে। এছাড়া অভিযুক্তরা সর্বোচ্চ তিন বছর পর্যন্ত বহিষ্কার হতে পারেন।

বিজ্ঞাপন

এদিকে, বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজের শিক্ষার্থী ও সূর্যসেন হল শাখা ছাত্রলীগ কর্মী সিফাত উল্লাহকে হল থেকে আজীবন এবং বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করেছে কমিটি।

সিফাত ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ২০১৮ সালের জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রোকেয়া গাজী এবং আসাদুজ্জামানকে মারধর করেন সিফাত। এ ঘটনায় সে সময় সিফাতকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়। ২০২০ সালে বহিষ্কারাদেশের মেয়াদ শেষ হয়। পরে গত বছর বছর ৮ নভেম্বর সূর্যসেন হল ছাত্রলীগের দুই কর্মীকে মারধর করেন সিফাত। পরে এ ধরনের কাজ আর করবেন না বলে ওই দুজনের কাছে ক্ষমা চেয়ে মুচলেকা দেন। এই ঘটনার এক মাসের মাথায় গত ১৩ ডিসেম্বর ছাত্রলীগের অনুষ্ঠানে না যাওয়ায় ফারসি ভাষা ও সংস্কৃত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কাজী পরশ মিয়াকে হলের ৩৫১ নম্বর কক্ষে ডেকে মারধর করেন সিফাত।

বিজ্ঞাপন

এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, সূর্যসেন হলে এক শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজের শিক্ষার্থী সিফাত উল্লাহর বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়েছে। এ ছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৭১ জন শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ করেছে শৃঙ্খলা কমিটি।

সারাবাংলা/আরআইআর/একেএম

টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর