ইউক্রেনের এক কর্মকর্তা ও সাংবাদিককে মুক্তি দিল রুশ বাহিনী
আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ ২০২২ ১৩:২৯
২৩ মার্চ ২০২২ ১৩:২৯
ইউক্রেনের এক কর্মকর্তা ও এক সাংবাদিককে মুক্তি দিয়েছে রাশিয়ার বাহিনী। তারা গত কয়েকদিন ধরে রুশ বহিনীর কাছে বন্দি ছিল। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে আলজাজিরা।
ইউক্রেনের একজন রাজনীতিবিদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম ইউক্রিনফর্ম জানিয়েছে, দেশটির সুমি অঞ্চলের সরকারি কর্মকর্তা সের্হি কিরিচকোকে গতকাল মঙ্গলবার (২২ মার্চ) মুক্তি দেওয়া হয়েছে।
সের্হি কিরিচকোকে গত এক সপ্তাহ বেসমেন্টে আটক আটক করে রেখেছিল রাশিয়ার সেনাবাহিনী।
এদিকে ইউক্রেনের হরমাদস্কে চ্যানেল জানিয়েছে, তাদের সাংবাদিক ভিক্টোরিয়া রোশচিনাকে গত সোমবার মুক্তি দেওয়া হয়েছে। গত নয় দিন বন্দি থাকার পর তাকে মুক্তি দেয় রুশ সেনাবাহিনী।
সারাবাংলা/এনএস