টাঙ্গাইলে স্কুলশিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২২ ১১:২৬ | আপডেট: ২৩ মার্চ ২০২২ ১২:০৪
২৩ মার্চ ২০২২ ১১:২৬ | আপডেট: ২৩ মার্চ ২০২২ ১২:০৪
টাঙ্গাইল: কালিহাতীতে রাহাত (১৪) নামে এক স্কুলশিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ মার্চ) সকালে উপজেলার কোকডহরা ইউনিয়নের বানিয়ারা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। রাহাত বানিয়ারা গ্রামের শাহাদত হোসেনের ছেলে। সে বল্লা করোনেশন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবারের সদস্যরা জানান, রাহাতকে মঙ্গলবার রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বুধবার ভোরে কোকডহরা ইউনিয়নের বানিয়ারা এলাকার পুকুর পারে রাহাতকে মৃত অবস্থায় পাওয়া যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, রাতের কোনো একসময় রাহাতকে হত্যা করে লাশ ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
সারাবাংলা/এএম