কাভার্ড ভ্যানের মুখোমুখি, মোটরসাইকেলচালক কিশোর নিহত
২৩ মার্চ ২০২২ ০০:২৪
গাজীপুর: গাজীপুরের পূবাইলে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেলচালক কিশোর নিহত হয়েছে। নিহত মেশকাত হোসেন আনীক (১৪) গাজীপুর জেলার পূবাইল থানাধীন তালটিয়া পূর্বপাড়া এলাকার আবু সাইদের ছেলে।
মঙ্গলবার (২২ মার্চ) রাত ৮টার দিকে পূবাইল থানার করমতলা এলাকায় রাবেয়া ফিলিং স্টেশনের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল কাশেম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয়রা জানায়, টঙ্গী থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলের চালক মোটরসাইকেল চালানো অবস্থাতেই ফোনে কথা বলছিলেন। সংঘর্ষের পর পরই স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শিলমুন এলাকার ক্যাথারসিস হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে শহিদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূবাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি। লাশটি উদ্ধার করে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
সারাবাংলা/টিআর