উখিয়ায় পিকআপ-সিএনজি মুখোমুখি, নিহত ৪
২২ মার্চ ২০২২ ২৩:৫৯ | আপডেট: ২৩ মার্চ ২০২২ ১২:০৬
কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চার জন প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।
মঙ্গলবার (২২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সঞ্জুর মোর্শেদ বলেন, সিএনজিচালিত অটোরিকশাটি উখিয়ার দিকে যাচ্ছিল। অন্যদিকে বিপরীত দিক থেকে বালুভর্তি একটি পিকআপ যাচ্ছিল টেকনাফের দিকে। কুতুপালং ট্রানজিট ক্যাম্প এলাকায় দু’টি যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
ওসি বলেন, সংঘর্ষে ঘটনাস্থলেই চার জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা সম্ভব হয়নি। দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহগুলো উদ্ধারের পাশাপাশি দুর্ঘটনায় জড়িত গাড়ি দুইটিও জব্দ করা হয়েছে।
সারাবাংলা/টিআর