বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেফতার
২২ মার্চ ২০২২ ২১:২৫ | আপডেট: ২২ মার্চ ২০২২ ২২:৫৫
গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে বিয়ের আশ্বাস দিয়ে এক তরুণীকে (১৭) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত তরুণকে মঙ্গলবার (২২ মার্চ) ভোরে টঙ্গীর এরশাদনগর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গত শুক্রবার (১৮ মার্চ) টঙ্গীর এরশাদনগর ৬ নম্বর ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার (২১ মার্চ) রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন।
অভিযুক্ত তরুণের নাম রিফাত (২১)। তিনি একই এলাকার বাসিন্দা ফুল মিয়ার ছেলে।
মামলার এজাহারে বলা হয়েছে, প্রায় দেড় বছর আগে রিফাতের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সূত্রে বিভিন্ন স্থানে সাক্ষাৎ করতেন তারা। শুক্রবার দিবাগত রাত ৩টায় রিফাত ওই তরুণীর বাসায় যান। সে সময় তিনি তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে না জানানোর জন্য অভিযুক্ত রিফাত ওই তরুণীকে ভয়ভীতি ও হুমকিও দেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ মাসুদ বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
সারাবাংলা/টিআর