Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী ফুটবলার মনিকার বাড়িতে ডিসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২২ ২০:৪৬

ছবি: সারাবাংলা

খাগড়াছড়ি: জেলার লক্ষীছড়ি উপজেলার দুর্গম সুমন্ত পাড়ায় জাতীয় দলের নারী ফুটবলার মনিকা চাকমাকে দেখতে গেলেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে সুমন্ত পাড়ায় গিয়ে মনিকা ও তার পরিবারের সদস্যেদের খোঁজ খবর নেন ও কুশল বিনিময় করেন তিনি।

এ সময় মনিকা চাকমা ও পরিবারের জন্য দুটি প্রধান মন্ত্রীর উপহারের ঘর এবং তার জন্য দুই লাখ টাকার সঞ্চয় পত্র দেওয়ার ঘোষণা দেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। এছাড়াও স্থানীয় পানির সমস্যা সমাধানের জন্য একটি গভীর নলকূপ স্থাপনেরও দেওয়ার আশ্বাস দেন তিনি।

এ সময় উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, জেলা পরিষদের সদস্য মেমং মারমাসহ এলাকার জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনএস

খাগড়াছড়ি মনিকা চাকমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর