সাব-এডিটরস কাউন্সিলে সভাপতি মামুন, সম্পাদক হৃদয়, কোষাধ্যক্ষ কবীর
২২ মার্চ ২০২২ ১৯:৪৮ | আপডেট: ২৩ মার্চ ২০২২ ১৬:৩৬
ঢাকা: ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) নির্বাচনে সভাপতি পদে মামুন ফরাজী ও সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন আবুল হাসান হৃদয়। কাউন্সিলের কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সারাবাংলা ডটনেটের জয়েন্ট নিউজ এডিটর কবীর আলমগীর।
মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নির্বাচনের এই ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল। তিনি জানান, নির্বাচনে ১ হাজার ১৯৬ জন ভোটারের মধ্যে ৭৪৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে ৪২১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মামুন ফরাজী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুক্তাদির অনিক পেয়েছেন ১৮০ ভোট। সাধারণ সম্পাদক পদে আবুল হাসান হৃদয় ৩১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাওহার ইকবাল খান পেয়েছেন ২৭০ ভোট।
অন্যদিকে কোষাধ্যক্ষ পদে তিন প্রার্থীর মধ্যে ৩২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সারাবাংলা ডটনেটের কবীর আলমগীর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আবদুল অদুদ পেয়েছেন ২৫৫ ভোট।
নির্বাচনে সহসভাপতি পদে আনজুমান আরা শিল্পী ও যুগ্ম সম্পাদক পদে লাবিন রহমান জয় পেয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মনির আহমাদ জারিফ, দফতর সম্পাদক পদে মো. মামুনুর রশিদ মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নাজিম উদদৌলা সাদি, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে ফারজানা জবা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শিবলী নোমানী, কল্যাণ সম্পাদক পদে জাফরুল আলম ও নারী বিষয়ক সম্পাদক পদে কানিজ ফাতেমা লুনা নির্বাচিত হয়েছেন।
এর বাইরে কার্যনির্বাহী সদস্য পদে জয় পেয়েছেন সাত জন। তারা হলেন— হালিমা খাতুন, অপূর্ব ইব্রাহীম, নঈম মাশরেকী, মনসুর আহমদ, আরিফ আহমেদ, মো. মোস্তাফিজুর রহমান ও হাসান আহমেদ।
এর আগে, মঙ্গলবার সকাল ৯টায় জাতীয় প্রেস ক্লাবে শুরু হয় ডিএসইসি নির্বাচনের ভোটগ্রহণ। ভোট চলে একটানা বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কায়কোবাদ মিলন, শাহ মো. মুতাসিম বিল্লাহ, আল মামুন ও ইকবাল মোহাম্মদ খান।
সারাবাংলা/টিআর