স্বপনকে নিয়ে বর্ধিত সভায় বসেছে চট্টগ্রাম নগর আ.লীগ
২২ মার্চ ২০২২ ১৭:১০ | আপডেট: ২২ মার্চ ২০২২ ১৭:৪৭
চট্টগ্রাম ব্যুরো: কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের উপস্থিতিতে বর্ধিত সভায় বসেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।
মঙ্গলবার (২২ মার্চ) সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বর্ধিত সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।
সভার শুরুতে দেওয়া বক্তব্যে আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সম্মেলন আমরা কিভাবে কোন পদ্ধতিতে কবে নাগাদ করতে পারি এবং সুষ্ঠু, সুন্দর ও স্বতঃস্ফূর্তভাবে সবার অংশগ্রহণে যেন করতে পারি, সেটা ঠিক করতে সভায় বসেছি। কোনো সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে নেতাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে চাই। চট্টগ্রামের সমস্যা চট্টগ্রামের নেতৃত্ব খুব ভালো জানেন। উনারা অনেক ত্যাগ সংগ্রামের মধ্য দিয়ে এ পর্যায়ে এসেছেন।’
তিনি বলেন, ‘আজকের সভায় চুলচেরা বিশ্লেষণ করব কীভাবে মহানগর আওয়ামী লীগকে আরও শক্তিশালী করতে পারি। এরই মধ্যে ১৫টি থানায় ১৫টি সাংগঠনিক কমিটি হয়েছে। সভায় ১৫ জন সমন্বয়কারীর নাম উপস্থাপনের পর চূড়ান্ত হয়েছে। আজই সাংগঠনিক টিম পূর্ণাঙ্গ করব। ওয়ার্ড, ইউনিট ও থানায় কীভাবে সম্মেলন করা হবে, সে বিষয়ে সাংগঠনিক টিমগুলো উদ্যোগ নেবে। থানা কমিটিগুলোও ওয়ার্ডভিত্তিক সাংগঠনিক টিম গঠন করবে। এরপর ওয়ার্ড, থানা ও ইউনিট সম্মেলন করে নগর আওয়ামী লীগের নতুন সম্মেলন উপহার দেবো।’
সভায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সহসভাপতি খোরশেদ আলম সুজন, সিনিয়র যুগ্ম সম্পাদক মেয়র রেজাউল করিম চৌধুরীসহ কমিটির নেতারা উপস্থিত আছেন।
সারাবাংলা/আরডি/টিআর
আবু সাঈদ আল মাহমুদ স্বপন চট্টগ্রাম নগর আওয়ামী লীগ বর্ধিত সভা