Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রমিক নিহতের গুজবে বাসে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২২ ১৬:১৯ | আপডেট: ২২ মার্চ ২০২২ ১৮:০৬

গাজীপুর: মহানগরীর ছয়দানা এলাকায় বাসচাপায় শ্রমিক নিহতের গুজবে বাসে অগ্নিসংযোগ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ কারখানা শ্রমিকরা। মঙ্গলবার (২২ মার্চ) দুপুরের এ ঘটনা ঘটে।

বিক্ষুব্ধ শ্রমিক ও এলাকাবাসী জানায়, ছয়দানা এলাকার আলিফ ক্যাজুয়াল লিমিটেডের ইলেকট্রিশিয়ান মনির হোসেন দুপুরে খাবারের বিরতির সময় কারখানা থেকে বের হয়ে হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় বাসচাপায় গুরুতর আহত হন মনির। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে মনির মারা যাওয়ার গুজব ছড়িয়ে পড়ে কারখানায়। তখন শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে সড়কে নেমে এসে সৌখিন পরিবহনের বাসে আগুন ধরিয়ে মহাসড়ক অবরোধ করে।

বিজ্ঞাপন

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার আব্দুল্লাহ আল মামুন এ খবর নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এএম

গাজীপুর সড়ক অবরোধ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর