Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একে অপরকে খুঁজছে লাবিবা-লামিসা

স্টাফ করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২২ ১৬:২৪ | আপডেট: ২২ মার্চ ২০২২ ১৯:৫৮

ঢাকা: হাসপাতালের বিছানায় একে অপরকে খুঁজছে লাবিবা ও লামিসা। লাবিবা বলছে লামিসার কাছে যাবো, লামিসা বলছে লাবিবার কাছে যাবো। আবার তারা বাবা-মায়ের কোলেও আসতে চাচ্ছে।

অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা হওয়া জোড়া শিশু লাবিবা-লামিসার বিষয়ে এসব কথাগুলো বলছিলেন তাদের বাবা লাল মিয়া। তিনি বলেন, সকাল থেকে তাদের পানি খাওয়ানো হচ্ছে। শুধু একে অপরের কাছে যেতে চাচ্ছে। আবার আমাদের কোলেও আসতে চাচ্ছে।

বিজ্ঞাপন

লাল মিয়া বলেন, আমাদের খুব ভাল লাগছে। গ্রামে খবর পৌঁছানো হয়েছে। সেখানে থাকা আত্মীয়-স্বজনরা খুব আনন্দে আছে। লাবিবা-লামিসাকে দেখার জন্য আগ্রহ নিয়ে বসে আছে।

লাল মিয়া বলেন, সবাই আমার লাবিবা-লামিসার জন্য দোয়া করবেন যেন সম্পুর্ণ সুস্থ করে গ্রামে ফিরতে পারি। ঢাকা মেডিকেলের পরিচালক থেকে শুরু করে চিকিৎসক নার্স সবাই আমার লাবিবা-লামিসার জন্য কষ্ট করেছেন।

শিশু পেডিয়াট্রিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আশরাফ উল হক কাজল বলেন, ভাল আছে লাবিবা-লামিসা। আজ তাদের দুজনকে পানি খাওয়ানো হয়েছে। এখন পর্যন্ত আইসিইউতে দুজন আলাদা বিছানায় আছে। আশা করি দ্রুতই তাদের কেবিনে শিফট করা হবে।

গতকাল সোমবার ১২ ঘণ্টাব্যাপী ৩৮ জন সার্জন মিলে লাবিবা-লামিসাকে আলাদা করে। এতে অংশ নিয়েছিল শিশু সার্জারি বিভাগ ছাড়াও নিউরোসার্জারি, প্লাস্টিক সার্জারি, রেডিওলোজি, ইউরোলোজি, অর্থোপেডিকস, সার্জারি ও এনেসথেসিওলোজি বিভাগের চিকিৎসকরা।

আরও পড়ুন- ৩৮ চিকিৎসকের ১২ ঘণ্টার অস্ত্রোপচারে আলাদা লাবিবা-লামিসা

সারাবাংলা /এসএসআর/এসএসএ

টপ নিউজ লাবিবা-লামিসা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর