ছাত্রলীগ নেতা হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন
২২ মার্চ ২০২২ ১৫:৫৬
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক সংগ্রাম হত্যা মামলায় আলম প্রামাণিক (৪৪) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ মার্চ) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত আলম প্রামাণিক সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়িয়া পশ্চিমপাড়া গ্রামের আহাদ বক্সের ছেলে।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রফার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগপত্রে বলা হয়, আলম প্রামানিক পূর্ব পরিকল্পনা মোতাবেক এলোপাতারি কুপিয়ে সংগ্রামকে হত্যা করে। এঘটনায় নিহত সংগ্রামের মা হালিমা খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামির উপস্থিতিতে এ রায় দেওয়া হয়।
সারাবাংলা/এমও