Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বিপুল পরিমাণ টিসিবির পণ্য জব্দ, ডিলার আটক

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২২ ১৩:৩০ | আপডেট: ২২ মার্চ ২০২২ ১৪:৪২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারের গুদামে অভিযান চালিয়ে ন্যায্যমূল্যে বিক্রির জন্য বরাদ্দ বিপুল পরিমাণ মসুর ডাল, তেল ও চিনি জব্দ করেছে র‌্যাব। জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব ওই ডিলারকেও আটক করেছে।

মসুর ডালের মজুত শেষ হয়ে যাওয়ায় মঙ্গলবার (২২ মার্চ) চট্টগ্রামের অধিকাংশ এলাকায় টিসিবির ভোগ্যপণ্য বিক্রি বন্ধ রয়েছে। এর মধ্যেই র‌্যাব ভোররাত থেকে সকাল পর্যন্ত নগরীর সিমেন্ট ক্রসিং এলাকায় ডিলার মো. রাশেদের গুদামে অভিযান চালিয়ে পেয়েছে ডালসহ টিসিবির নির্ধারিত তিনটি ভোগ্যপণ্য।

বিজ্ঞাপন

র‌্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ সারাবাংলাকে বলেন, গুদামে অবৈধভাবে টিসিবির ভোগ্যপণ্য মজুদের খবর পেয়ে আমরা অভিযান চালাই। সেখানে প্রায় দুই হাজার লিটার সয়াবিন তেল পেয়েছি। মসুর ডাল ও চিনি পেয়েছি কমপক্ষে এক হাজার কেজি করে। এসব পণ্য বিক্রির জন্য না পাঠিয়ে কেন গুদামে রাখা হয়েছে সেটা আমরা খতিয়ে দেখছি। আমরা অভিযান করার সময় রাশেদ ছিলেন না। পরে আমরা তাকে অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি।’

আরও পড়ুন: ২ দিনেই শেষ ডাল, চট্টগ্রামে টিসিবির পণ্য বিক্রি প্রায় বন্ধ

এদিকে একই ‍গুদাম থেকে বিপুল পরিমাণ চালও জব্দ করা হয়েছে। সেগুলো টিসিবি থেকে বরাদ্দ করা চাল কি না খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা এম এ ইউসুফ।

চট্টগ্রামে ৮৪ জন ডিলারের মাধ্যমে টিসিবি ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করছে। সারাদেশের মতো গত রোববার (২০ মার্চ) সকাল থেকে চট্টগ্রাম নগরীর ৪১ ওয়ার্ডে, ১৫ উপজেলার ১৯১টি ইউনিয়নে এবং ১৫ পৌরসভায় একযোগে ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়। সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানকে নিয়ে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

প্রথমদিন চট্টগ্রামে ৪৩ হাজার ৭১৩ পরিবার টিসিবির ন্যায্যমূল্যের ভোগ্যপণ্য সংগ্রহ করেন। এদিন ৮৭৪২৬ কেজি করে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি হয়। দ্বিতীয়দিনেও সমপরিমাণ পণ্য বিক্রি হয়েছে বলে জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/এএম

চট্টগ্রাম টিসিবি বিপুল পরিমাণ পণ্য জব্দ

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর