Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ দিনের মাথায় ফের কমলো সোনার দাম

সারাবাংলা ডেস্ক
২২ মার্চ ২০২২ ১০:১৭

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় মার্কেটে স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারেও কমলো সোনার দাম। ভরিতে এক হাজার ৫০ টাকা ক‌মিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার (২২ মার্চ) থেকে নতুন দামে সোনা কেনাবেচা করা হবে।

সোমবার (২১ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সেই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেট প্রতি ভরি সোনা কিনতে খরচ পড়বে ৭৭ হাজার ১০০ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম এক হাজার ৫০ টাকা কমেছে। নতুন নির্ধারিত দাম ৭৩ হাজার ৬০০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমানো হয়েছে ৯৩৩ টাকা। ১৮ ক্যারেটের সোনা বিক্রি হবে ৬৩ হাজার ১০০ টাকায়। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭৫৮ টাকা কমি‌য়ে নির্ধারণ করা হয়েছে ৫২ হাজার ৬০৫ টাকা।

আরও পড়ুন: সোনার ভরি নামল ৭৮ হাজারে, সপ্তাহের ব্যবধানে কমল হাজার টাকা

দুই সপ্তাহের ব্যবধানে ভরিতে সোনার দাম কমলো ২ হাজার ২১৬ টাকা। গত সপ্তাহে ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়।

সারাবাংলা/এএম

টপ নিউজ সোনার দাম

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর