Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা উত্তরের বাসিন্দারা বাড়ির কর পরিশোধ করতে পারবেন বিকাশে

সারাবাংলা ডেস্ক
২১ মার্চ ২০২২ ২৩:৪৩ | আপডেট: ২১ মার্চ ২০২২ ২৩:৪৯

খুব শিগগিরই ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার বাসিন্দারা বাড়ির কর বা হোল্ডিং ট্যাক্স বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে যেকোনো স্থান থেকে যেকোনো সময় পরিশোধ করতে পারবেন।

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম এবং বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীরের উপস্থিতিতে সোমবার (২১ মার্চ) নগর ভবনে ডিএনসিসি ও বিকাশের মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি সই হয়েছে।

বিকাশ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা (উপসচিব) মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, বিকাশের চিফ কমিউনিকেশন্স অফিসার মাহফুজ সাদিকসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।

চুক্তি সই অনুষ্ঠানে কর অঞ্চলের কর্মকর্তারা সনাতন পদ্ধতিতে কর সংগ্রহের বিভিন্ন সীমাবদ্ধতা তুলে ধরেন। তারা বলেন, বাড়তি সময় ও অর্থ ব্যয় না করে দিনে-রাতে যেকোনো সময় যেকোনো স্থান থেকে কর পরিশোধের সুবিধা থাকায় এ পদ্ধতিতে কর আদায়ের পরিমাণও বাড়বে।

এই চুক্তির আওতায় ডিএনসিসি এলাকার সব বাড়ির মালিক ঝামেলামুক্তভাবে, সহজে, সাশ্রয়ে ও নিরাপদে কর পরিশোধ করতে পারবেন। কেবল কর পরিশোধই নয়, পর্যায়ক্রমে নাগরিকরা করের পরিমাণও তাদের বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে জেনে নিতে পারবেন।

খুব শিগগিরই বিকাশ অ্যাপ ও ইউএসএসডি চ্যানেল *২৪৭#  ডায়াল করে কর পরিশোধ সেবা নিতে পারবেন গ্রাহকরা। কেবল বাড়ির কর নয়, লাইসেন্স ফি, মার্কেটের ভাড়া, বিজ্ঞাপনসহ ডিএনসিসি’র আয় উৎসের সবগুলো কর বা ফি বিকাশের মাধ্যমে পরিশোধ সেবাও চালু হবে অচিরেই।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

ডিএনসিসি বিকাশ হোল্ডিং ট্যাক্স

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর