Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিতীয়বার ভর্তি আন্দোলন: ঢাবি থেকে আটক ৭ শিক্ষার্থী

ঢাবি করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২২ ২১:৫৭ | আপডেট: ২১ মার্চ ২০২২ ২২:০১

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগ চেয়ে আন্দোলনরত সাত শিক্ষার্থীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

সোমবার (২১ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদূত হাওলাদার সারাবাংলাকে বলেন, আমরা সাত জনকে আটক করেছি। তারা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া প্রশাসনিক ভবনে বারবার অবস্থান নিচ্ছিল।

আন্দোলনকারীদের একটি সূত্র আটক সাত শিক্ষার্থীর মধ্যে ছয় জনের নাম সারাবাংলাকে নিশ্চিত করেছে। এই ছয় জন হলেন— রোমান, তানজিম, মহিদুল ইসলাম, মাহমুদুল হাসান, সোহরাব ও রায়হান। আটক বাকি এক জনের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে, সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে একাডেমিক কাউন্সিলের মিটিং শুরু হয়। এ মিটিংকে কেন্দ্র করে আন্দোলনকারী শিক্ষার্থীরা সিনেট ভবনের সামনে অবস্থান নেন। পরে তাদের মধ্য থেকে সাত জনকে আটক করে শাহবাগ থানা পুলিশ।

আটক শিক্ষার্থীদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রসঙ্গে শাহবাগ থানার ওসি মওদূত হাওলাদার বলেন, আমরা তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে অভিভাবকদের হাতে তুলে দেবো। এই ধরনের বিশৃঙ্খলা না করার শর্তে তাদের ছেড়ে দেওয়া হবে।

সারাবাংলা/আরআইআর/টিআর

টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বিতীয়বার ভর্তি পাবলিক বিশ্ববিদ্যলয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর