Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেব্রুয়ারি মাসে বেড়েছে মূল্যস্ফীতি

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২২ ২০:৪৬ | আপডেট: ২১ মার্চ ২০২২ ২১:৫৩

ঢাকা: ফেব্রুয়ারি মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ১৭ শতাংশে। জানুয়ারি মাসে মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৮৬ শতাংশ। এছাড়া ফেব্রুয়ারিতে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৬ দশমিক ২২ শতাংশ, যা জানুয়ারি মাসে ছিল ৫ দশমিক ৬০ শতাংশ। তবে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে ৬ দশমিক ১০ শতাংশ, যা আগের মাসে ছিল ৬ দশমিক ২৬ শতাংশ। এছাড়া, শহরের চেয়ে গ্রামে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়েছে এই সময়ে।

বিজ্ঞাপন

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কনজ্যুমার প্রাইস ইনডেক্স (সিপিআই) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। রাশিয়া-ইউক্রেন সংঘাতসহ অভ্যন্তরীণ বাজারে বিভিন্ন নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতি বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে শহর এলাকায় সার্বিক মূল্যস্ফীতি কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৫৯ শতাংশে, যা জানুয়ারি মাসে ছিল ৫ দশমিক ৪৭ শতাংশ। এছাড়া খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৫ দশমিক ৩০ শতাংশ, যা জানুয়ারি মাসে ছিল ৪ দশমিক ৮৫ শতাংশ। আর খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৯১ শতাংশে, যা জানুয়ারি মাসে ছিল ৬ দশমিক ১৭ শতাংশ।

অন্যদিকে ফেব্রুয়ারি মাসে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৬ দশমিক ৪৯ শতাংশ, যা জানুয়ারি মাসে ছিল ৬ দশমিক ০৭ শতাংশ। একই সময়ে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৬২ শতাংশে, যা আগের মাসে ছিল ৫ দশমিক ৯৪ শতাংশ। তবে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কিছুটা কমে হয়েছে ৬ দশমিক ২৫ শতাংশে, যা জানুয়ারি মাসে ছিল ৬ দশমিক ৩২ শতাংশ।

সারাবাংলা/জেজে/টিআর

ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বিবিএস মূল্যস্ফীতি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর