ট্রাকের চাপায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সেনাসদস্যের
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২২ ১৯:৩৬ | আপডেট: ২১ মার্চ ২০২২ ২০:৫৪
২১ মার্চ ২০২২ ১৯:৩৬ | আপডেট: ২১ মার্চ ২০২২ ২০:৫৪
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রাকের চাপায় অবসরপ্রাপ্ত এক সেনাসদস্য নিহত হয়েছেন। সোমবার (২১ মার্চ) দুপুর ২টার দিকে শ্রীনগর-দোহার সড়কের কামারগাঁও পাকা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, কামাওগাঁও এলাকার রাজ্জাক বেপারীর ছেলে অবসরপ্রাপ্ত সেনাসদস্য মুক্তার হোসেন তার ছেলেকে দুপুরের খাবার দেওয়ার জন্য মোটরসাইকেলে করে উত্তর কামারগাঁও বায়তুন নুর হাফিজিয়া মাদরাসায় যাচ্ছিলেন। পথে দোহার থেকে শ্রীনগরগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করেছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/টিআর