Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পায়রা বিদ্যুৎ প্রকল্প নিয়ে যা বললেন মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডন্ট
২১ মার্চ ২০২২ ২০:১৯ | আপডেট: ২২ মার্চ ২০২২ ১০:২৪

ঢাকা: পটুয়াখালীর পায়রায় বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার ৫০ বছরে ওদের (ক্ষমতাসীন দল) অর্জন কী? এরা মেগা প্রজেক্টের কথা বলে, পদ্মা ব্রিজের কথা বলে। আজ আবার বলছে- বিদ্যুৎ নাকি পুরাটাই দেওয়া হয়ে গেল। আসলে এটা তারা করতে পারেনি, বিষয়টি নিয়ে তারা মিথ্যা প্রচারণা চালাচ্ছে।

তিনি বলেন, ‘দুর্নীতি করার জন্য, সম্পদ বাড়ানোর জন্য, জনগণের পকেট কাটার জন্য তারা এটা (মেগা প্রজেক্ট) করছে। এই মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হচ্ছে, সাধারণ মানুষের কোনো উন্নয়ন হচ্ছে না।’

বিজ্ঞাপন

সোমবার (২১ মার্চ) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘মুক্তিযুদ্ধের প্রত্যাশা ও আজকের বাংলাদেশ এবং চলমান রাজনৈতিক সংকট উত্তরণে করণীয়’ শীর্ষক এই আলোচনা সভা আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

মির্জা ফখরুল বলেন, ‘আজ টিসিবির ট্রাকের পেছনে গিয়ে যারা দাঁড়ায় ন্যায্যমূল্যে পণ্য কেনার জন্য, তাদের কোনো উন্নতি হয়নি। কৃষকের পণ্যের দাম বাড়েনি, শ্রমিকের মজুরি বাড়েনি। যে শিক্ষক স্বল্প বেতনে চাকরি করেন, তাদের কোনো পরিবর্তন হয়নি। ছোট ছোট ব্যবসায়ী, হকারদের অবস্থার পরিবর্তন হয়নি।’

‘অবস্থার পরিবর্তন হয়েছে তাদের, যারা আওয়ামী লীগের সঙ্গে ভাগাভাগি করে লুটপাট করছে। বাংলাদেশ এখন লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এই লুটপাটের স্বর্গরাজ্য আজ নতুন না। এটা আওয়ামী লীগের কেমিস্ট্রির মধ্যে আছে। যখনই তারা ক্ষমতায় যাওয়ার সুযোগ পায় তখনই তারা লুটপাট করে’- বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বর্তমান অবস্থার পরিবর্তনে ঐক্যের কোনো বিকল্প নেই মন্তব্য করে তিনি বলেন, ‘মানুষকে রক্ষা করতে হলে, দেশকে রক্ষা করতে হলে, স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে, নতজানু নীতি থেকে বেরিয়ে এসে স্বাধীন পররাষ্ট্র নীতি এবং স্বাধীন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে এই সরকারকে ঝেটিয়ে বিদায় করা ছাড়া আর কোনো বিকল্প নেই।’

বিজ্ঞাপন

‘বিএনপি বিদেশিদের কাছে ধর্ণা দেয়’- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে কোনো দিন ক্ষমতায় আসেনি। বিএনপির জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে, নির্বাচনের মধ্য দিয়ে, সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে।’

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উপদেষ্টা বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের পরিচালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শওকত মাহমুদ, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, গণঅধিকার পরিষদের আহবায়ক ড. রেজা কিবরিয়া বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা ডা. শাহাদাত হোসেন, শিরিন সুলতানা প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম

তাপবিদ্যুৎকেন্দ্র পায়রা বিএনপি মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর