Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পলাশবাড়ীতে বাসচাপায় প্রধান শিক্ষিকা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২২ ১৯:২০

প্রতীকী ছবি

গাইবান্ধা: পলাশবাড়ীতে নিজ বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে সুরাইয়া সুলতানা (৫৪) নামে এক প্রধান শিক্ষিকা নিহত হয়েছেন।

রোববার (২১ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে গাইবান্ধা-পলাশাবাড়ী সড়কে উপজেলার মহদীপুর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুরাইয়া সুলতানা উপজেলার বেতকাপা ইউনিয়নের সাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি পলাশবাড়ী পৌরশহরের জামালপুর গ্রামের শাহ মো. আবুল কাশেম সাজুর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয় ছুটির পর বিকেলে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন সুরাইয়া সুলতানা। পথে গোয়াপলপাড়া এলাকায় পিছনে থাকা একটি অপর একটি ইজিবাইক সামনের ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। এসময় পলাশবাড়ী থেকে গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পলাশবাড়ী উপজেলা সহকারী শিক্ষা অফিসার শফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এমও

নিহত প্রধান শিক্ষিকা বাসচাপায় সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর