Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনাদিয়া দ্বীপ থেকে ১৩৫ রোহিঙ্গা উদ্ধার, গন্তব্য ছিল মালয়েশিয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২২ ১৮:১৩ | আপডেট: ২১ মার্চ ২০২২ ২০:৫৩

কক্সবাজার: সমু্দ্রপথে অবৈধভাবে মালেয়শিয়া যাওয়ার সময় কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া দ্বীপ থেকে ১৩৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ মার্চ) দুপুরে মহেশখালী সোনাদিয়া থেকে এসব রোহিঙ্গাকে মহেশখালী থানার পুলিশ উদ্ধার করে। এই রোহিঙ্গাদের দালালরা মালয়েশিয়ায় যাওয়ার জন্য কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে সোনাদিয়া দ্বীপে জড়ো করছিল বলে জানান পুলিশ।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে দালালরা কৌশলে অবৈধভাবে মালয়েশিয়া নিয়ে যেতে মহেশখালীর সোনাদিয়ায় তাদের জড়ো করে। এসময় খবর পেয়ে মহেশখালী থানার পুলিশ সোনাদিয়া দ্বীপে অভিযান পরিচালনা করে ১৩৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করে।

দালালের সহযোগিতায় তারা ইঞ্জিনবোটে করে মালয়েশিয়া যাচ্ছিল বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশ সুপার।

সারাবাংলা/এমও

টপ নিউজ মালয়েশিয়া রোহিঙ্গা রোহিঙ্গা উদ্ধার সোনাদিয়া দ্বীপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর