Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণের অভিযোগে ঢাবির ছাত্র ইউনিয়ন নেতা বহিষ্কার

ঢাবি করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২২ ১৭:২৫

ঢাকা: ধর্ষণের অভিযোগে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এক নেতাকে বহিষ্কার করেছে সংগঠনটি। বহিষ্কৃত নেতার নাম আকিফ আহমেদ। তিনি ঢাবি শাখা ছাত্র ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন।

সোমবার (২১ মার্চ) দুপুরে ঢাবি ছাত্র ইউনিয়নের ফেসবুক পেজ থেকে আকিফ আহমেদের বহিষ্কারের তথ্য নিশ্চিত করা হয়। এছাড়া ধর্ষণে অভিযোগকারী ভবিষ্যতে যেকোনো (আইনি) পদক্ষেপ গ্রহণ করতে চাইলে ছাত্র ইউনিয়ন সর্বোচ্চ সহযোগিতামূলক আচরণ করবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বহিষ্কৃত আকিফ বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

ফেসবুক পেইজে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক আকিফ আহমেদের বিরুদ্ধে ২০ মার্চ একটি ধর্ষণের অভিযোগ আসে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আকিফ আহমেদ পদত্যাগপত্র হস্তান্তর করেন। অভিযোগ ও স্বীকারোক্তি বিবেচনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন ৩৪তম কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় সভায় গঠনতন্ত্রের ৫৬(ক) ধারা অনুযায়ী অভিযুক্ত আকিফ আহমেদকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এই ব্যাপারে জানতে অভিযুক্ত ও বহিষ্কৃত আকিফ আহমেদকে একাধিকবার কল করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

সারাবাংলা/আরআইআর/পিটিএম

ছাত্র ইউনিয়ন নেতা টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয় বহিষ্কার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর