পোল্যান্ড যাচ্ছেন বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক
২১ মার্চ ২০২২ ১৫:৩৮
২১ মার্চ ২০২২ ১৫:৩৮
ইউক্রেনে রুশ হামলা নিয়ে আলোচনা করতে পোল্যান্ডের প্রেসিডেন্ট অ্যান্ড্রজেজ ডুডার সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে শুক্রবার পোল্যান্ড যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
স্থানীয় সময় রোববার (১৮ মার্চ) হোয়াইট হাউজ এ তথ্য জানিয়েছে।
এএফপির প্রতিবেদনে জানানো হয়, ইউক্রেনে রাশিয়ার চাপানো অযৌক্তিক ও অনর্থক যুদ্ধের ফলে সৃষ্ট মানবিক পরিস্থিতি এবং মানবাধিকার সংকট যুক্তরাষ্ট্রসহ মিত্রশক্তি ও সমথর্ক দেশগুলো কীভাবে মোকাবিলা করবে তার উপায় নিয়ে মার্কিন প্রেসিডেন্ট আলোচনা করবেন। হোয়াইট হাউজ প্রেস সেক্রেটারি জেন সাকি এক বিবৃতিতে একথা জানান।
বিবৃতিতে আরও বলা হয়, বাইডেনের এই সফরের পর তিনি ন্যাটো, জি-৭ ও ইউরোপিয়ান ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে বেঠকের জন্য বেলজিয়াম সফর করবেন।
সারাবাংলা/এএম