Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাড়াশে বাসচাপায় পশু চিকিৎসক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২২ ১৪:১২

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: তাড়াশ-নিমগাছী আঞ্চলিক সড়কে বাসচাপায় আলী আজম (৩৫) নামে এক পশু চিকিৎসক নিহত হয়েছেন।

সোমবার (২১ মার্চ) বেলা সাড়ে ১২টায় তাড়াশ-নিমগাছী আঞ্চলিক সড়কের চণ্ডিভোগ এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহত পশু চিকিৎসক আলী আজম উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ছোট মাঝদক্ষিণা গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে ও ইউনিয়ন ভ্যাকসিনেটর হিসেবে কর্মরত ছিলেন।

তাড়াশ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. শরিফুল ইসলাম জানান, উপজেলা প্রাণী সম্পদ অফিসের একটি প্রকল্পে ইউনিয়ন ভ্যাকসিনেটর হিসেবে কর্মরত ছিলেন। নিহত আলী আজম সকালে ভাটারপাড়া এলাকায় প্রোগ্রাম শেষ করে মোটরসাইকেল যোগে ফেরার পথে সিরাজগঞ্জ-তাড়াশ রোডের অনিক পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তাড়াশ থানার ওসি ফজলে আশিক জানান, খবর পেয়ে ঘাতক বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ সময় চালক পালিয়ে যায়। এ ঘটনায় যদি নিহতের পরিবার মামলা করেন, তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এএম

সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

বিয়ে করেছেন সংগীতশিল্পী পড়শী
১২ জানুয়ারি ২০২৫ ১৭:০৬

আরো

সম্পর্কিত খবর