Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্যাসের দাম বাড়াতে শুনানি আজ

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২২ ১১:২৪

ঢাকা: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে টানা তিন সপ্তাহেরও বেশি সময় ধরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তি। যার প্রভাব দেশের নিত্যপ্রয়োজনীয় বাজারে পড়েছে। এমন পরিস্থিতির মধ্যেই আবারও গ্যাসের দাম বাড়াতে সোমবার (২১ মার্চ) থেকে গণশুনানি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। দুপুর থেকে শুনানি শুরু হওয়ার কথা।

পেট্রোবাংলার তথ্যমতে, দেশে প্রতিদিন গড়ে তিন হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে। এরমধ্যে গ্যাসক্ষেত্রগুলো থেকে ২ হাজার ২৮৯ মিলিয়ন ঘনফুট তোলা হচ্ছে। আর আমদানি করা হচ্ছে ৭৭০ মিলিয়ন ঘনফুট। খোলাবাজার থেকে আমদানি করা হয় ১০০ মিলিয়ন ঘনফুট। আর বাকিটা দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ওমান ও কাতার থেকে আমদানি করা হয়। এই পরিমান গ্যাস থেকে প্রতিদিন শুধু বিদ্যুৎ উৎপাদনেই প্রয়োজন হয় ৭৬৪ মিলিয়ন ঘনফুট গ্যাস। গ্রীষ্ম মৌসুমে চাহিদা বাড়ে আরও ৫০০ মিলিয়ন ঘনফুট। যদিও মোট চাহিদা রয়েছে ২ হাজার ২৫২ মিলিয়ন ঘনফুট গ্যাসের।

বিজ্ঞাপন

সূত্রে জানা গেছে, বিশ্ববাজারে এখন তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম বাড়তি রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, খোলাবাজার থেকে গ্যাস কিনতে হলে মোটা অংকের লোকসান গুনতে হবে। একদিকে এলএনজিতে ভর্তুকি কম, অন্যদিকে বাজারে দাম বাড়তি; সব মিলিয়ে পেট্রোবাংলাকে ভোক্তা পর্যায়ে দাম বাড়ানোর পথেই হাঁটতে হচ্ছে।

এদিকে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হলে জনজীবনে আরও বিপর্যয় নেমে আসবে বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। এ প্রসঙ্গে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ— ক্যাবের জ্বালানি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. শামসুল আলম সারাবাংলাকে বলেন, মানুষ এখনো করোনার ধাক্কা সামলে উঠতে পারেনি। তার ওপর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে মানুষের নাভিশ্বাস উঠছে। এ পরিস্থিতিতে গ্যাসের দাম বাড়ানো হলে মানুষের ভোগান্তি আরও বাড়বে, যা মোটেই কাম্য না। তিনি বলেন, দাম না বাড়িয়েও সমন্বয়ের সুযোগ রয়েছে। ভর্তুকি দিয়েই একটা টেকসই অবস্থানে রাখা সম্ভব বলে যুক্তি তুলে ধরেন তিনি।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদকে প্রশ্ন করা হলে তিনি জানান, এখনই দাম বৃদ্ধির চিন্তা করা হচ্ছে না। শুনানি হতেই পারে। তাতে যে দাম বাড়বেই বিষয়টি সেরকম না। সম্প্রতি এক মিট দ্যা প্রেসে হাজির হয়ে একথা বলেছিলেন তিনি।

উল্লেখ্য, দেশে গ্যাসের মজুত ফুরিয়ে আসায় এলএনজি বাড়াতে মরিয়া সরকার। সে উদ্দেশ্যে এরইমধ্যে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার থেকে এলএনজি আমদানি বাড়ানোর জন্য উদ্যোগ নিয়েছে জ্বালানি বিভাগ।

সারাবাংলা/জেআর/এএম

গ্যাসের দাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর