মহাসড়কে ট্রাক-কার সংঘর্ষ, নিহত ৫
২১ মার্চ ২০২২ ০৯:৩০ | আপডেট: ২১ মার্চ ২০২২ ১৫:১২
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। এদের সবাই প্রাইভেট কারের যাত্রী ছিলেন।
সোমবার (২১ মার্চ) ভোরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, হারুনর রশিদ হীরণ (২৬), মুহাম্মদ হুমায়ুন (২৫), খোরশেদ আলী সাদ্দাম (৩১), রিজভী শাকিব (২৬) এবং মনছুর আলী (২৩)।
হাইওয়ে পুলিশর দোহাজারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সারাবাংলাকে জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে কক্সবাজারেরমুখী প্রাইভেট কারের সাথে বিপরীত দিক থেকে আসা ড্রাম ট্রাকের সংঘর্ষ হয়। কারের ভেতর পাঁচজন ছিলেন। এদের মধ্যে চারজনই ঘটনাস্থলে মারা গেছে। মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের সামনের অংশ দুমচে মুচড়ে গেছে।
গুরুতর আহত হুমায়ুনকে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে পৌনে ৯টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে জানান, হুমায়ুনকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মনছুরের চাচা মাহমুদ আলী সারাবাংলাকে জানিয়েছেন, মনছুর নগরীর সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র। বাকি চারজনও তার পরিচিত বন্ধু পর্যায়ের। তারা চট্টগ্রাম শহর থেকে প্রাইভেট কারে কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন।
এদিকে দুর্ঘটনার পর মাটি বহনকারী ট্রাক ফেলে চালক পালিয়ে যায়। পুলিশ ট্রাকটি জব্দ করেছে বলে জানিয়েছেন দোহাজারি হাইওয়ে থানার ওসি সিরাজুল ইসলাম।
সারাবাংলা/আরডি/একেএম