Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১১ নারী পেলেন ‘বেসিস লুনা শামসুদ্দোহা অ্যাওয়ার্ড’

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২২ ২৩:৫৭ | আপডেট: ২১ মার্চ ২০২২ ০০:১৪

ঢাকা: সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্যে ১১ নারী ও তিন প্রতিষ্ঠান পেয়েছে ‘বেসিস লুনা শামসুদ্দোহা অ্যাওয়ার্ড ২০২২’। কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ এবং সমাজে নারীদের ভূমিকাকে স্বীকৃতি দিতে প্রথমবারের মতো এই অ্যাওয়ার্ড দিয়েছে দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্য্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

রোববার (২০ মার্চ) রাজধানীর র‌্যাডিসন হোটেলে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার দেওয়া হয়। এ বছর নিজ নিজ খাতে বিশেষ অবদানের জন্য ১১ জন নারীকে পুরস্কৃত করা হয়েছে। এর মধ্যে ব্যক্তিজীবনে অসামান্য সাফল্য ও বাংলাদেশের লাখো নারীকে কর্মক্ষেত্রে উৎসাহিত করার জন্য গ্রাফিকপিপল ও অ্যাডকম লিমিটেডের চেয়ারম্যান এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের শিল্প উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরীকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পুরস্কারপ্রাপ্ত অন্যরা হলেন— প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক (সিনিয়র সচিব পদমর্যাদায়) জুয়েনা আজিজ; পেশাদার কূটনীতিক ও যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম; বাংলাদেশ পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আমেনা বেগম; প্রাণরসায়ন বিজ্ঞানী, জিনতত্ত্ববিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের প্রফেসর ড. হাসিনা খান; এসবিকে টেক ভেঞ্চারস ও এসবিকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির; ইউনাইটেড হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের কনসালট্যান্ট রওশন আরা খানম; ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়রা আজম; ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ; চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক ও বিজ্ঞানী ড. সেজুঁতি সাহা; এবং শপআপের সহ-প্রতিষ্ঠাতা ও পরামর্শক সিফাত সারওয়ার।

বিজ্ঞাপন

এছাড়া বেসিসের সদস্য কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ নারী কর্মীর হিসাবে বিপিও কোম্পানি ক্যাটাগরিতে জেনেক্স ইনফোসিস, সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান ক্যাটাগরিতে বিজেআইটি এবং পুরুষ ও নারী অনুপাতে সোশ্যাল এন্টারপ্রাইজ ‘ডিনেট’কে পুরস্কৃত করা হয়।

বেসিস জানায়, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের অগ্রণী উদ্যোক্তা ও দোহাটেক নিউ মিডিয়ার সাবেক চেয়ারম্যান লুনা শামসুদ্দোহার বিশেষ অবদানের কথা স্মরণে রেখে এখন থেকে প্রতিবছর এই অ্যাওয়ার্ড দেবে সংগঠনটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি, প্রধানমন্ত্রীর বেসরকারি খাত ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বেসিস সভাপতি রাসেল টি আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে কানাডিয়ান হাইকমিশনার লিলি নিকোলস, সুইজারল্যান্ডের অ্যাম্বেসেডর নাথালি চুয়ার্ড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুপালী চৌধুরী, বাংলাদেশ এনভায়রনমেন্ট ল’য়ারস অ্যাসোসিয়েশনের (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান। পাশাপাশি দেশের বিভিন্ন খাতের সম্পৃক্ত নারীরা এই অনুষ্ঠানে অংশ নেন। সেখানে ‘অর্থনীতিতে নারীর অবদান ও অংশগ্রহণ’ বিষয়ক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের অগ্রণী উদ্যোক্তা লুনা শামসুদ্দোহা সফটওয়্যার প্রতিষ্ঠান দোহাটেক নিউ মিডিয়ার চেয়ারম্যান ছিলেন। তিনি বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে প্রথম নারী চেয়ারম্যান হিসেবে জনতা ব্যাংক লিমিটেডে দায়িত্ব পালন করেন এবং তিনি বাংলাদেশ উইমেন ইন টেকনোলজির (বিডব্লিউআইটি) প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এছাড়া তিনি বেসিসের কার্যনির্বাহী কমিটির পরিচালক হিসেবে ছিলেন। ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। বাংলাদেশর তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদানের কথা স্মরণে রেখে বেসিস চলতি বছর থেকে ‘বেসিস লুনা সামসুদ্দোহা অ্যাওয়ার্ড’ চালু করেছে।

সারাবাংলা/ইএইচটি/টিআর

তথ্যপ্রযুক্তিতে নারী বেসিস লুনা শামসুদ্দোহা লুনা শামসুদ্দোহা পুরস্কার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর