Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোয়ালন্দে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২২ ২৩:২০

রাজবাড়ী: জেলার গোয়ালন্দ উপজেলায় মো. খলিল শেখ খোলো (৬০) নামের এক কৃষককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২০ মার্চ) রাত সোয়া ৮টার দিকে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর মৌকুড়ী গ্রামে নিহতের নিজ কলাবাগানে এ ঘটনা ঘটে। নিহত খলিল শেখ চর মৌকুড়ী গ্রামের মৃত হাছেন শেখের ছেলে।

নিহতের মেয়ের জামাই ফরহাদ সরদার জানান, তার শ্বশুর খলিল শেখ চর মৌকুড়ী গ্রামে নিজ বাড়িতে বসবাস করতেন। রাত সাড়ে ৭টার দিকে এশারের আজান দিলে তিনি (খলিল শেখ) বাড়ির অদূরে মসজিদে নামাজ পড়তে যান। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। রাত সোয়া ৮টার দিকে এলাকার সাব্বির নামে ১৪ বছর বয়সী একটি ছেলে এশারের নামাজ পড়ে রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফেরার সময় রাস্তার পাশে কলাবাগানে তার শ্বশুরের লাশ দেখতে পায়। পরে সাব্বিরের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে বিষয়টি পরিবারের লোকজন জানতে পারে।

তিনি আরও জানান, তার শ্বশুরের সঙ্গে এলাকার কারও কোনো বিরোধ ছিল না। তিনি এলাকার খুবই নরম স্বভাবের একজন লোক ছিলেন। তাদের ধারণা নামাজ পড়তে যাবার পথে তার শ্বশুরকে হত্যা করা হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হতে পারে তা তারা বুঝে উঠতে পারছেন না।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সাহেব আলী শেখ জানান, খলিল শেখ খুব সহজ-সরল মানুষ ছিলেন। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। তাকে গলা কেটে হত্যা করার বিষয়টি খুবই আশ্চর্য লাগছে।

গোয়ালন্দ ঘাট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। একইসঙ্গে হত্যার কারণ উদঘাটন ও এর সঙ্গে জড়িতদের শনাক্তপূর্বক গ্রেফতারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

কৃষক গলা কেটে হত্যা গোয়ালন্দ বৃদ্ধ কৃষক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর