কল্যাণপুরে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট
সিনিয়র করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২২ ২২:০৭ | আপডেট: ২১ মার্চ ২০২২ ০০:৪২
২০ মার্চ ২০২২ ২২:০৭ | আপডেট: ২১ মার্চ ২০২২ ০০:৪২
ঢাকা: রাজধানীর কল্যাণপুর নতুন বাজারের ৯ নম্বর বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে। রোববার (২০ মার্চ) রাত ৮টা ৫০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম।
খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা সব ধরণের চেষ্টা করছি আগুন নিয়ন্ত্রণে আনতে।’
ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন সারাবাংলাকে বলেন, ‘বস্তিতে আগুন লাগার পর এরইমধ্যে অনেকখানি অংশ পুড়ে গেছে। দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।’
সারাবাংলা/ইউজে/এমও