Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চোখের সামনে মা-ছেলের স্বপ্ন পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২২ ২১:৩৯

নড়াইল: লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চর আড়িয়ারা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই গ্রামের রাসেল শরীফ ও খোলশা বেগমের গোয়াল ঘরে থাকা তিনটি গরু আগুনে দগ্ধ হয়ে মারা গেছে।

শনিবার রাত দুইটার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা এলাকাবাসীর। এ ঘটনায় প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন রাসেল ও খোলশা।

রোববার (২০ মার্চ) এ বিষয়ে কথা হয় ভুক্তভোগী পরিবারের সঙ্গে। তারা বলেন, ‘শনিবার রাত দুইটার দিকে আগুন লাগার বিষয়ে টের পাই। তখন আমাদের চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় আধাঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে আমাদের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে।’

আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে জানতে চাইলে একই গ্রামের রবিউল, বাবু, মনির, সাইফুল বলেন, ‘আমাদের ধারণা বৈদ্যুতিক শটসার্কিটের কারণে আগুন ধরতে পারে। প্রথমে গোয়ালঘর এবং পরে রান্নাঘর মুহূর্তেই চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেল।’

সারাবাংলা/এমও

অগ্নিকাণ্ড মা-ছেলের স্বপ্ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর