ছুটি শেষে ফের সচল হিলি স্থলবন্দর
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২২ ১৭:২২ | আপডেট: ২০ মার্চ ২০২২ ২০:০২
২০ মার্চ ২০২২ ১৭:২২ | আপডেট: ২০ মার্চ ২০২২ ২০:০২
দিনাজপুর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, সাপ্তাহিক ছুটি এবং পবিত্র শবে বরাত উপলক্ষে টানা তিন দিন ছুটি শেষে ফের সচল হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য।
রোববার (২০ মার্চ) সকালে ভারত থেকে পণ্যবাহী ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়।
হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, টানা তিন দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ছিল। এরপর আজ (রোববার) সকাল থেকে ফের আমদানি-রফতানি শুরু হয়েছে।
তিনি বলেন, বন্দরের অভ্যন্তরের কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। এছাড়াও পানামায় ভারতীয় ট্রাক থেকে পণ্য লোড-আনলোড শুরু হয়েছে।
সারাবাংলা/টিআর