Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলায় ৪ হাজার লিটার ডিজেলসহ ২ চোরাকারবারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২২ ১৯:৩৫

বাগেরহাট: মোংলায় বিদেশি জাহাজ থেকে পাচার হওয়া ৪ হাজার লিটার ডিজেলসহ ২ চোরাকারবারীকে আটক করেছে কোস্ট গার্ড।

আটকরা হলো- খুলনার কয়রা উপজেলার মো. আমজাদ সরদারের ছেলে বিল্লাল সরদার ও নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মৃত আব্দুল হান্নানের ছেলে মো. নুর আলম।

কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দফতর) গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম মামুনুর রহমান রোববার (২০ মার্চ) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর ৫টার দিকে বন্দরের পশুর নদীর ওমেরা গ্যাস ফ্যাক্টরির জেটিসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই তেল জব্দ ও দুই চোরাকারবারীকে আটক করা হয়।

জব্দকৃত ৪ হাজার লিটার ডিজেল ও আটকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য দুপুরে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে বলেও জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।

সারাবাংলা/এমও

চোরাকারবারী ডিজেল বিদেশি জাহাজ মোংলা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর