Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিবগঞ্জে এলপি গ্যাস স্টেশনে বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২২ ১৯:১৮

চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জে সাদ লিকুইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। রোববার (২০ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট কলাবাড়ি এলাকার সাদ এলপিজি ফিলিং স্টেশনের স্টোর রুমে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, হঠাৎ বিকেলে সাদ এলপিজি ফিলিং স্টেশনের অফিস কক্ষে স্টোর রুমে গ্যাস সিলিন্ডারের পাইপ লিক হয়ে গ্যাস বের হতে থাকে। এসময় শিবগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী।

বিজ্ঞাপন

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে দেড় লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি সাদ এলপিজি ফিলিং স্টেশনের প্রোপ্রাইটর ইশতিয়াক চৌধুরীর।

শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা রজব আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টা চেষ্টায় গ্যাস বিস্ফোরণের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা সম্ভব না হলেও ফিলিং স্টেশনের মালিক দেড় লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন।

সারাবাংলা/এমও

এলপি গ্যাস স্টেশন লিকুইড পেট্রোলিয়াম গ্যাস শিবগঞ্জ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

আরো

সম্পর্কিত খবর