খাগড়াছড়িতে ইউপিডিএফের অবরোধ আগামীকাল
২০ মার্চ ২০২২ ১৯:০০
খাগড়াছড়ি: জেলার দীঘিনালা উপজেলার বাবুছড়ায় সংগঠনের নেতা নবায়ন চাকমা মিলন ওরফে সৌরভের মৃত্যুর ঘটনায় ডাকা সড়ক অবরোধের তারিখ পরিবর্তন করে নতুন ঘোষণা দিয়েছে ইউপিডিএফ। রোববারের (২০ মার্চ) পরিবর্তে সোমবার খাগড়াছড়ি জেলায় আধাবেলা অবরোধ পালন করবে দলটি।
শনিবার (১৯ মার্চ) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন। বিবৃতিতে বলা হয় বিশেষ কারণে অবরোধের তারিখ পরিবর্তন করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইউপিডিএফ নেতা নবায়ন চাকমা মিলন ওরফে সৌরভ হত্যা এবং মহালছড়িতে পাহাড়িদের নির্মিত বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে ইউপিডিএফ খাগড়াছড়ি জেলা ইউনিট ও তার সহযোগী সংগঠনগুলো সোমবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খাগড়াছড়ি জেলায় আধাবেলা শান্তিপূর্ণ সড়ক অবরোধের ডাক দিয়েছে।
অবরোধ সফল করতে বাস, ট্রাক, জিপ, সিএনজি, টমটম মালিক-চালক ও শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছে ইউপিডিএফ।
একইসঙ্গে জরুরি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী ও সংবাদপত্রবহনকারী যান, সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত সাংবাদিকদের গাড়ি এই অবরোধের আওতামুক্ত থাকবে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার ভোরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল দলের হাতে অস্ত্রসহ আটক হয়েছিলেন মিলন চাকমা (৪২)। আটকের পরপরই অসুস্থ হয়ে পড়েন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওইদিনই তার মৃত্যু হয় বলে জানায় আইনশৃঙ্খলাবাহিনী। তবে তাৎক্ষণিক এক বিবৃতিতে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা অভিযোগ করেছেন, ‘শারীরিক নির্যাতনের শিকার হয়ে তাদের নেতা মারা গেছেন।’
এই ঘটনার পর মঙ্গলবার সন্ধ্যায় দীঘিনালা-বাবুছড়া সড়কের পুকুরঘাট এলাকায় একটি যাত্রীবাহী বাস এবং একটি মাহেন্দ্র ট্রাক্টরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এছাড়া গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রোববার জেলায় আধাবেলা সড়ক অবরোধের ঘোষণা দেয় ইউপিডিএফ।
সারাবাংলা/এসএসএ