সৈকতে ভেসে আসছে নানা প্রজাতির মৃত সামুদ্রিক মাছ
২০ মার্চ ২০২২ ১৮:২৭ | আপডেট: ২০ মার্চ ২০২২ ২০:০৬
কক্সবাজার: সমুদ্র সৈকতে ভেসে আসছে নানা প্রজাতির সামুদ্রিক মৃত মাছ। সৈকতে হঠাৎ করে মাছ ভেসে আসায় পরিবেশ কর্মী ও জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যা থেকে সাগরের ঢেউয়ের সঙ্গে এসব মাছ ভেসে আসতে দেখা যায়।
রোববার (২০ মার্চ) সাগর পাড়ের লোকজন জানিয়েছেন, সৈকতের দরিয়া নগর পয়েন্টে মরা মাছ দেখা যাচ্ছে। ভেসে আসা মাছগুলোর মধ্যে বড় আকারের মাছ নেই। সবই ছোট আকারের মাছ।
স্থানীয়রা বলছেন, ছোট জাল ব্যবহার করে মাছ শিকার করায় একসঙ্গে অনেক মাছ ধরা পড়ায়, এসব মাছ সাগরে সাগরে ফেলে দিয়েছিল জেলেরা। তবে পরিবেশকর্মীদের মতে, সাগরে বিপর্যয়ের কারণেই এই ঘটনা ঘটছে।
সারাবাংলা/এমও
কক্সবাজার কক্সবাজার সমুদ্র সৈকত টপ নিউজ দরিয়া নগর পয়েন্ট সামুদ্রিক মাছ সৈকত