Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বস্তিতে আগুন, পুড়ল ২০ কাঁচা ঘর

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২২ ১৬:১৩ | আপডেট: ২০ মার্চ ২০২২ ১৭:১২

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি বস্তিতে আগুনে অন্তত ২০টি কাঁচা বসতঘর পুড়ে গেছে।

রোববার (২০ মার্চ) সকাল ১১টা ২৫ মিনিটে হালিশহর থানার বড়পোল এলাকায় মুন্নাপাড়া বস্তিতে আগুনের সূত্রপাত হয়।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। তথ্য পাওয়ার পর বন্দর ও আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দুপুর ১টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে আট জন মালিকের ২০টি কাঁচা বসতঘর পুড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তথ্য দিয়েছে নিয়ন্ত্রণ কক্ষ।

সারাবাংলা/আরডি/টিআর

আগুন বসতঘরে আগুন