Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে স্কুলছাত্রকে হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২২ ১৫:২৯ | আপডেট: ২০ মার্চ ২০২২ ১৮:২১

নারায়ণগঞ্জ: ফতুল্লায় স্কুলছাত্র শিশু ইমন হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২০ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজ, আহম্মদ আলী, নাহিদ ও সেন্টু মিয়া।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) জাসমিন আহমেদ জানান, ইমনের বড় ভাই ইকবালের (সিঙ্গাপুরপ্রবাসী) সঙ্গে চাচা আহম্মদ আলীর জমি নিয়ে বিরোধ ছিল। কোনো একসময় ইকবালের লাঠির আঘাতে আহাম্মদ আলীর মাথা ফেটে যায়। এরপর থেকেই দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব বাড়তে থাকে। ওই ঘটনার প্রতিশোধ নিতে ইমনকে হত্যার পরিকল্পনা করে আহাম্মদ আলী। ২০১৩ সালের ১৩ জুন ইমনকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার পর লাশ ৯ টুকরা করে ফেলে দেওয়া হয়। পরে ২২ জুন বাড়ির অদূরে একটি ক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়।

এ মামলায় ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ১০ জন আসামির মধ্যে চারজনকে মৃত্যুদণ্ড, দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড ও চার জনকে খালাস দেন আদালত।

সারাবাংলা/এএম

টপ নিউজ নারায়ণগঞ্জ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর